এম.এ আজিজ রাসেল
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত শক্তিশালী করার লক্ষে জেলা আওয়ামীলীগ কেন্দ্রের নির্দেশে প্রতিনিধি সমাবেশের আয়োজন করেছে। আজ ১১ ফেব্রুয়ারী বেলা ২টায় থেকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। জেলা আওয়ামীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম। এছাড়া আরো অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে ১০ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে স্টেডিয়াম প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, কেন্দ্রের নির্দেশে এই সমাবেশ আয়োজন করা হচ্ছে। এটি পুরো দেশে অনুসরণীয় হয়ে থাকবে। আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা বাংলাদেশে একইভাবে প্রতিনিধি সমাবেশ আয়োজন করার কথা রয়েছে। যা সর্ব প্রথম কক্সবাজার দিয়ে শুরু হচ্ছে। অন্যান্য অনুষ্ঠানের ছেয়ে এটি আলাদা হবে। এখানে উপস্থিত থাকবেন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এই সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক গুরুত্বপূর্ণ কার্যক্রমের নির্দেশনা দিবেন। ভবিষ্যতে জেলা আওয়ামীলীগের কর্মপরিকল্পনাও এখান থেকে বলা হবে। সমাবেশ থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে তা কাজে লাগাতে হবে। যাতে কক্সবাজারের ৪ আসনে আওয়ামীলীগের একক প্রার্থী জয়ী হয়। তারা আরো জানান, দুপুর ২টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। পর্যায়ক্রমে ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ৩টা থেকে মূল আলোচনা শুরু হবে। এতে সাংগঠনিক রিপোর্টও পেশ করা হবে। এসময় উপস্থিত ছিলেন সাংসদ আবদুর রহমান বদি এমপি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম, সাংগঠনির সম্পাদক মেয়র মাহবুবুর রহমান চৌধুরী মাবু, রাশেদুল ইসলাম, এড. তাপস রক্ষিত, নজিবুল ইসলাম, প্রিয়তোষ শর্মা চন্দন ও বদরুল হাসান মিল্কী।
এই সমাবেশকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শহর জুড়ে সাজ সাজ রব। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে সাটানো হয়েছে ব্যানার, পোস্টার ও প্লে-কার্ড। ৩দিন থেকে মাইকিংয়ে সরব শহরের অলিগলি। অনুষ্ঠানকে কেন্দ্রকে স্টেডিয়ামসহ আশপাশের এলাকা নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হবে।