প্রকাশিত: ২৫/০৮/২০১৬ ১০:৫৩ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

টেকনাফে দেশীয় তৈরী এলজিসহ আটক নুরুল ইসলাম (২৬) নামে এক যুবক ২৫ আগস্ট সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর হাসাপাতালে মারা গেছেন বলে জানা গেছে। তিনি কক্সবাজার জেলা সদর হাসাপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন ছিলেন। হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল-১ আবুল হোছন মেম্বার ২৫ আগস্ট রাত সোয়া দশটায় কক্সবাজার জেলা সদর হাসাপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম (২৬) মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২৪ আগষ্ট রাত ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা থেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছিল স্থানীয় জনতা। নুরুল ইসলাম (২৬) হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের মকবুল আহমদের ছেলে বলে জানা গেছে। এলাকার লোকজন জানান আলীখালী এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে থানার এসআই মুফিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় নুরুল ইসলাম অস্ত্র নিয়ে ঘটনাস্থলে প্রকাশ্য ঘুরাঘুরি করে এবং ফাঁকা গুলি চালালে স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে তাকে ঘেরাও করে অস্ত্রসহ আটক করে পুলিশের নিকট হস্তান্তর ও দেশীয় তৈরী এলজি উদ্ধার করেছিল। তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসাপাতালে রেফার করেছিলেন। ##

পাঠকের মতামত

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...