খাইরুল হাসান, টেকনাফ::
টেকনাফে স্বামীর সাথে অভিমান করে ২ সন্তানের জননী ফাঁসিতে ঝুলিয়ে আতœহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজার ছড়া গ্রামের নবী হোসন সওদাগরের বাড়ীতে। নিহত নাজমা আক্তার (২৬) নবী হোসন সওদাগরের স্ত্রী। জানাযায় বৃহস্পতিবার স্বামীর সাথে ঝগড়া করে স্বামী বাড়ী থেকে বাহির হলে তিনি অপরাপর সদস্যদের অগুচরে গলায় ওড়না পেছিয়ে নিজ স্বয়ং কক্ষে আতœহত্যা করে। বিকাল ৩টায় স্বামী বাহির থেকে বাড়িতে এসে তার কোন সাড়া শব্দ না পেয়ে এবং তার রুমের দরজা বন্ধ দেখে দরজা ভেঙ্গে দেখতে পায় তার স্ত্রী গলায় চালের সাথে ওড়না পেছিয়ে আতœহত্যা করে। এঘটনায় স্বামী পলাতক রয়েছে। এটি আতœহত্যা নাকি স্বামী তাকে হত্যা করে নাটক সাজিয়েছে এমন মন্তব্য করেছেন এলাকাবাসি। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে বলে জানায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ।