প্রকাশিত: ০৪/০৪/২০১৮ ৯:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৬ এএম

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ::
টেকনাফে মোটর সাইকেল দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার হোছাইন আহমদের পুত্র কবির আহমদ ( ৩৮)। বুধবার (৪ এপ্রিল) দুপুর একটার দিকে সাবরাং বাজারের দক্ষিন পাশে টানা ব্রীজ এলাকায় প্রধান সড়কে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, প্রয়োজনীয় কাজ শেষে সাবরাং থেকে বাড়ী ফেরার পথে নিহত কবির আহমদ মোটর সাইকেল নিয়ে সাবরাং টানা ব্রীজ নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক উদ্বোধনের ফলক উম্মোচনের সাইনবোর্ডে ধাক্কা দেয়। এতে তার মাথা ফেটে গিয়ে চুর্ণবিচুর্ন হয়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা নিহত লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।

এব্যাপারে টেকনাফ মডেল থানার এস,আই মহির খান জানান, বিষয়টি হাইওয়ে পুলিশ দেখবে।

হোয়্ইাক্যং হাইওয়ে পুলিশে দায়িত্বরত এসআই শফিকুল ইসলামের সাথে (০১৭৩৩২৩১৯১৯) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের দায়িত্ব নেটং পাহাড় পর্যন্ত। সাবরাংয়ের ঘটনাস্থল এলাকাটি জেলা হাইওয়ে পুলিশের দায়িত্ব। এসময় জেলা হাইওয়ে পুলিশের মুঠোফোনের নাম্বার চাইলে তার কাছে নাই বলেও জানান।

এদিকে শেষ খবর (বিকাল পৌনে ৬ টা) পাওয়া পর্যন্ত নিহতের লাশ বাড়ীতে রয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

কেন্দ্রের নির্দেশনায় উখিয়ায় পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের, কয়েকজনকে গ্রেফতার এবং ১০ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করার প্রতিবাদে ...

টেকনাফে ৩ অপহরণকারী আটক

টেকনাফ বাহারছড়ায় সম্পত্তির লোভের যড়যন্ত্রে ডাকাতের হাতে অপহৃত হওয়া বেলালকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ...

উখিয়ার ষ্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনাল, মহাসড়কের উপর চলে গাড়ি পার্কিং

উখিয়া উপজেলার স্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনালে পরিণত হয়েছে। স্টেশন গুলোতে দুপাশের সারিবদ্ধ করে রাখা হয়েছে ...

উখিয়ায় ছয় এনজিওর বিরুদ্ধে নোটিশ, স্থানীয়রা বলছেন, এটি আই ওয়াশ

বে-আইনিভাবে নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনা করার অপরাধে ছয় এনজিও’কে নোটিশ দিয়েছে বনবিভাগ। পরিবেশ ও জীব-বৈচিত্র্যের ...