প্রকাশিত: ২১/০৭/২০১৭ ৮:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৮ পিএম

আবুল আলী, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাত চারটার দিকে উপজেলার বাহারছড়ার শামলাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলো মোহাম্মদ ইছাহাক আহমদ (৫২) ও ছৈয়দ আহমদ ওরফে শমদ (৪৫)। তারা দুইজন বাহারছড়ার শামলাপুর গ্রামের বাসিন্দা।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাকসুদ আলম বলেন, শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে একটি মারামারি মামলার এক বছর করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তারের পর (আজ) গতকাল দুপুরে তাদের কারাগারের পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

তিন ব্যবসায়ীকে অর্থদন্ড উখিয়ায় খোলাবাজারে টিসিবি পণ্য জব্দ করলেন ইউএনও

কক্সবাজারের উখিয়ায় খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করা টিসিবি পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার ...

‘সৈকত ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া ট্রেন পাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা

কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা পাচ্ছেন আরও এক জোড়া ট্রেন। পাশাপাশি স্থায়ী করা হচ্ছে বর্তমানে চলাচলরত বিশেষ ...