বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
টেকনাফে ৭৮বছর বয়সেও রিক্সা চালক
প্রকাশিত - নভেম্বর ৪, ২০১৬ ৯:০২ পিএম
স্টাফ রিপোর্টার, কক্সবাজার ::
বয়সের ভারে ন্যুয়ে পড়লেও ছেলে সন্তান না থাকায় ৭৮বছর বয়সেও টেকনাফে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন নুর মোহাম্মদ। গত ৫মাস ধরে তিনি টেকনাফের অলি-গলিতে রিক্সা চালিয়ে দৈনিক আয় করছেন দেড় থেকে দুই’শ টাকা। নুর মোহাম্মদের বাড়ি পটিয়ায়। থাকেন আবদুর রহমান বদি এমপির বাড়ির অদূরে টেকনাফ ইসলামাবাদে মেয়ের ঘরে। পুরান পল্লান পাড়ার বহুমুখী সমবায় সমিতির সভাপতি নুরুল আলমের মালিকানাধীন অটোরিক্সা চালিয়ে দৈনিক রিক্সা ভাড়ার টাকা পরিশোধ করে ২’শ টাকা পর্যন্ত তার হাতে থাকে বলে জানান তিনি। নুর মোহাম্মদ বলেন, তার ৫মেয়ের মধ্যে তিনজনের বিয়ে হয়েছে। অবিবাহিত দুই কিশোরী মেয়ের জন্য শেষ বয়সে তাকে এ কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। স্থানীয় কতিপয় ব্যক্তি দুদকের মামলায় ৩ বছরের সাজা প্রাপ্ত উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদিকে গরীবের বন্ধু বলে আখ্যা দিলেও টেকনাফে ওই বৃদ্ধ রিক্সা চালকের ঘামঝরা দু:খের দৃশ্য তার নজর কাড়েনি বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের একজন নেতা।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.