প্রকাশিত: ৩১/০৮/২০১৬ ৭:৩৩ এএম

ANA PIC [Max Width 320 Max Height 240]নিউইয়র্ক থেকে এনা : নিউইয়র্কে বাংলাদেশী কম্যুনিটির পরিচিত মুখ মাহবুবুল সৌরভ (৫৭) ও তার স্ত্রী সাফিনা সৌরভ (৪৭) গত ২৭ আগস্ট টেক্সাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাবা- মার সাথে থাকা একমাত্র ছেলে ২৩ বছর বয়সী শাদবও মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। জানা গেছে, মাহবুবুল সৌরভ এবং তার স্ত্রী সাফিনা সৌরভ গত ২৫ আগস্ট বাংলাদেশ থেকে বেরিয়ে নিউইয়র্ক এসেছিলেন। এসেই জানতে পারেন যে, তার একমাত্র ছেলে শাদব টেক্সাসের একটি ভাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। ছেলেকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসার জন্যই তারা গত ২৬ আগস্ট রাতে টেক্সাস গিয়েছিলেন। ২৭ আগস্ট রাত আনুমানিক ১০টা ১৭ মিনিটে বাবা- মাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিলেন ছেলে শাদব। টেক্সাসের নরম্যাঞ্জিন শহরের নিকটে হাইওয়ের ৩৯ এভিনিউর উপর বিপরীত দিক থেকে একটি গাড়ি সেন্টার স্ট্রাইপ অতিক্রম করে রাস্তার অপর পাড়ে চলে আসলে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান মাহবুবুল সৌরভ ও তার স্ত্রী সাফিনা সৌরভ। মারাত্মক আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় শাদবকে। সর্বশেষ গত ৩০ আগস্ট বিকেল ৬টা পর্যন্ত জানা যায়, শাদবের শরীরে অস্ত্র পাচার করা হয়েছে। এখনো তার জ্ঞান ফিরেনি। তাকে আইসিউইতে রাখা হয়েছে। সাংবাদিক আবিদ রহমান এনাকে জানান, মাহবুবুল সৌরভ ও সাফিনা সৌরভের লাশ নিউইয়র্কে নিয়ে আসা হচ্ছে। লাশ নিউইয়র্কে আনার পর জ্যামাইকা মুসলিম সেন্টারে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং লংআইল্যান্ডের মুসলিম গোরস্তানে দাফন করা হবে। তাদের প্রথম জানাজা আগামীকাল ৩১ আগস্ট ডালাসের রিচার্সন মসজিদে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মাহবুবুল সৌরভ নিউইয়র্কে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন এবং এলেমহার্স্টে বসবাস করছিলেন। মাহবুবুল সৌরভের দেশের বাড়ি টাঙ্গাইলে।

——

পাঠকের মতামত

রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদন রাখাইনের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে, তবু ফিরতে পারছে না রোহিঙ্গারা

মিয়ানমারের রাখাইন রাজ্যের পায়াকতাউ টাউনশিপে জান্তা ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যকার তীব্র লড়াইয়ের কারণে এলাকা ...