প্রকাশিত: ২১/০৯/২০১৬ ৯:০৮ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও

কক্সবাজার সদরের ঈদগাঁওতে সড়ক দূর্ঘটনায় ১ মোটর সাইকেল আরোহী নিহত ও অপর ২ জন আহত হয়েছে। বুধবার ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ড্যাম্পারের চালক ও হেলপার পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্বত্য এলাকা বাইশারী থেকে ঈদগাঁওগামী একটি মোটর সাইকেল সড়কের ভোমরিয়াঘোনা নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে যাওয়া দ্রুতগামী ইটভর্তি অবৈধ ড্যাম্পার চট্টমেট্রো ঢ ১১-২৯৩৫ গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটর সাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ছৈয়দ নুর (২৩) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত যুবক পার্বত্য বাইশারী ইউনিয়নের কাগজিখোলা গ্রামের বদিউল আলমের ছেলে। বর্তমান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল কচি খোলার বাসিন্দা। ঐসময় আহত ২ ব্যক্তি হল বাইশারী ইউনিয়নের হলুদিয়া শিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোর্শেদ এবং অপরজন গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি গ্রামের ছৈয়দ হোছনের ছেলে নুর মোহাম্মদ। বাইশারীর সংবাদকর্মী আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ এ রিপোর্ট লিখা পর্যন্ত দাফনের প্রক্রিয়া চলছিল। নিহত যুবক তার ব্যবসায়িক কর্মস্থল খুটাখালীতে যাওয়ার পথেই মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় নিহত হয় বলে জানা গেছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি দেবাশীষ সরকার জানান, দূর্ঘটনা কবলিত ড্যাম্পার ও মোটর সাইকেল তাদের হেফাজতে রয়েছে। তবে গুরুতর আহতদের মধ্যে কেউ মারা গেছে কিনা তাদের এখনো পর্যন্ত কেউ নিশ্চিত করেনি।

পাঠকের মতামত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে দুদকের অভিযান

সেবার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে ...

সৈকতে থেকে ২০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারায় ২০ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পারকি ...