গাড়ি নিয়ে গেলে হয়ে যেতে পারে দেরি। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হতে পারে যানজটে। ঢাকার রাস্তায় ট্রাফিক জ্যামের কোনো নিশ্চয়তা নেই।
আর সেই কথা চিন্তা করে সময়মতো পৌঁছাতে নিজের গাড়িতে না গিয়ে পাঠাও বাইকযোগে ঢাকায় একটি বিদায়ী ডিনারে (নৈশভোজে) যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।
বুধবার (৪ জানুয়ারি) রাতের ঘটনা এটি। ওইদিন দিবাগত রাতে তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত এক টুইট বার্তায় এ তথ্য জানান।
টুইটে পাঠাও বাইকে বসা অবস্থায় চালকের সঙ্গে একটি সেলফি এবং একটি ভিডিও প্রকাশ করেন রাষ্ট্রদূত তুরান। টুইটে রাষ্ট্রদূত ঢাকার তীব্র যানজটের বিষয়টি ইঙ্গিত করে লিখেছেন, ‘আপনার নিজের বিদায়ী ডিনারে ৪৫ মিনিট দেরি হওয়ার ঝুঁকি থাকলে আপনি এটিই করেন। আপনি সময়মতো পৌঁছাতে একটি পাঠাও বাইক কল করুন। এ সার্ভিসে বিনামূল্যে হেলমেট পরিষেবা অন্তর্ভুক্ত।’
খুব শিগগিরই ঢাকায় দায়িত্ব পালন শেষে দেশে ফিরে যাবার কথা রয়েছে তুরানের।