প্রকাশিত: ০১/০৭/২০১৬ ৫:২৪ পিএম

Dhaka-University20160701103950ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারকগ্রন্থের একটি অংশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি লেখার দায়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আমজাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুর থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ সময় তারা রেজিস্ট্রারের পদত্যাগ দাবি জানান। বিক্ষোভ মিছিল থেকে উপাচার্যের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয়া হয়।

zia-hal

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাদের বিক্ষোভ কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেছে। তবে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে ‘জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি’ লেখার অপরাধে সংশ্লিষ্ট সকলকে অব্যাহতি ও বিচারের আওতায় আনতে হবে অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি উচ্চরণ করা হয়েছে।

এছাড়া যেখান থেকে বাংলাদেশের সব আন্দোলনের শুরু সেই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিকৃতি করার অপরাধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জাতি কাছে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

পাঠকের মতামত

আমাদের সময়ের প্রতিবেদন আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে অধিকাংশ দল

স্থানীয় সরকার সংস্কার কমিশনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা ওঠায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র ...

৭ বছর পর দেখা হচ্ছে মা-ছেলের

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও ...

সৌদির আরামকো তিনবার এসেছিল, প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের বাধা দেয়: রাষ্ট্রদূত

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো, বাংলাদেশে বিপুল অর্থ বিনিয়োগের চেষ্টায় বারবার উদ্যোগী হলেও ...