প্রকাশিত: ০৬/১২/২০১৬ ৬:৫৯ এএম

_92834391_07e57870-cf2e-4981-a84d-7da24d3abba4ভারতের প্রধান রাজনীতিবিদদের অন্যতম ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জায়ারাম জয়াললিতা সোমবার চেন্নাইয়ের এক হাসপাতালে প্রয়াত হয়েছেন।

তার বয়স হয়েছিল ৬৮ বছর।

রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তিনি সেখানে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ আগাগোড়াই বলে আসছিলেন তার অবস্থা অত্যন্ত সংকটজনক, অবশেষে সোমবার রাতে তার মৃত্যুসংবাদ ঘোষণা করা হয়।

জয়াললিতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ হাসপাতালের সামনে জড়ো হতে শুরু করেছিলেন।

তার মৃত্যুর পর জয়াললিতার শোকার্ত ভক্ত ও অনুরাগীরা পরিস্থিতি অস্থির করে তুলতে পারেন, এই আশঙ্কায় গোটা রাজ্য জুড়ে ও তামিলনাডু-কর্ণাটক সীমান্তেও মোতায়েন করা হয়েছিল প্রচুর নিরাপত্তা বাহিনী।

দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাডুতে অন্তত পাঁচ দফায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

রাজ্যের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিকদের মধ্যে তিনি ছিলেন একজনউ

রাজনীতিতে প্রবেশ করার আগে দক্ষিণী সিনেমার ডাকসাইটে অভিনেত্রী ছিলেন জয়াললিতা, তামিল-তেলেগু-কানাডা ভাষায় বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেন তি

তামিল ছবিতে তাঁর এক সময়ের নায়ক, তামিল রাজনীতির আর এক কিংবদন্তী এম জি রামচন্দ্রন তথা এমজিআরের হাত ধরেই তিনি এআইডিএমকে দলে আসেন।

পরে এমজিআরের মৃত্যুর পর তাঁর বিধবা স্ত্রী জানকীর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বেও জড়িয়ে পড়েন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত জয়াললিতাকেই এআইডিমকে নেতা-কর্মীরা তাদের অবিসংবাদিত নেত্রী হিসেবে মেনে নেয়।

মুখ্যমন্ত্রী হিসেবে জয়াললিতার বিরুদ্ধে যেমন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তেমনি একজন দক্ষ প্রশাসক হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন।

বিশেষ করে গরিবদের ঘরে ঘরে রঙিন টেলিভিশন, মিক্সার-গ্রাইন্ডার মেশিন দেওয়ার প্রকল্প কিংবা খুব সস্তায় ‘আম্মা ক্যান্টিনে’ পেট পুরে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া তাকে রাজ্যে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল।

পাশাপাশি ২০১৪ সালে কর্ণাটকে বিশেষ কোর্ট তাকে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি বানানোর পুরনো একটি দুর্নীতির মামলায় চার বছরের জেলের সাজাও দিয়েছিল।

ভারতে কোনও ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর জেলে যাওয়ার ঘটনা ছিল সেই প্রথম।

তবে কিছুদিন জেলে কাটানোর পরই সুপ্রিম কোর্টে তিনি জামিন পেয়ে যান, পরে হাইকোর্টও তাকে ওই মামলায় অব্যাহতি দেয়। ২০১৫র মে মাসে জয়াললিতা আবার ফিরে আসেন মুখ্যমন্ত্রীর পদে।

জয়াললিতার প্রয়াণের মধ্য দিয়ে ভারতীয় রাজনীতির সবচেয়ে বর্ণময় ও প্রভাবশালী চরিত্রদের একজন সোমবার বিদায় নিলেন।নি।

পাঠকের মতামত

ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব: ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সৌদি আরব ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে ...

এইচআরডব্লিউর প্রতিবেদন হাসিনাসহ শীর্ষ কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দাবি করেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ ...

মিয়ানমারে বিদ্রোহী জোটে ভাঙন, যুদ্ধ থামিয়ে জান্তার সঙ্গে হাত মেলাল দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী

মিয়ানমারে গৃহযুদ্ধ থামাতে চীনের কূটনৈতিক তৎপরতার ফল মিলল। বেইজিংয়ের মধ্যস্থতায় বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর ...

মার্কিন সহায়তা স্থগিত:থাই হাসপাতাল ছাড়ছে মিয়ানমারের শরণার্থীরা

বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। ইতোমধ্যেই ...

বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধ, জানিয়ে দিল ইউএসএআইডি

মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা ...