প্রকাশিত: ২৫/০৮/২০১৭ ১০:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৬ পিএম

নদী ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল । যারা নদী ভ্রমন করে, সরেজমিন নদী পরিদর্শন করে ,নদীর অর্থনৈতিক ও পর্যটনের গুরুত্ব বিশ্লেষন করে, নদী বিষয়ে নদী পাড়ের মানুষের সাথে তথ্যের আদান প্রদান করে ,নদী পাড়ের মানুষ ও তরুন প্রজন্মকে সচেতন করার চেষ্টা করে । সংগঠনটি বিশ্বাস করে নদী পাড়ের মানুষ ও তরুন সমাজকে নদী বিষয়ে সচেতন করলে নদী সুরক্ষার কাজটি আনেক দূরে এগিয়ে যাবে ।বাংলাদেশ নদী পরিব্রাজক দল নদী ও জলাশয় রক্ষা ,পরিবেশ রক্ষা উন্নয়ন ,সংরক্ষণ ও নদীর তীরবর্তী জনগোষ্ঠীর কল্যানে গঠিত একটি সেচ্ছাসেবী নেটওয়ার্ক । নদী বাংলাদেশের জবিন রেখা ।নদী বাচলে বাংলাদেশ বাচবে । নদী বাচলে প্রাণের অস্তিত্ব টিকে থাকবে । সভ্যতা ও সংস্কৃতিকে বাচিয়ে রাখার লক্ষে বাংলাদেশ নদী পরিব্রাজক দল নাফ শাখার নতুন কমিটি গঠিত হয়েছে ।আজ ২৫ আগস্ট শুক্রবার কেন্দ্রীয় কমিটির সভাপতি মনির হোসাইন ও সেক্রেটারি ডিএম সেলিমের যৌথ স্বাক্ষরে ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি ও ৬ জন বিশিষ্ট উপ-কমিটি অনুমোদন প্রদান করেন । উক্ত নতুন কমিটিতে সাবেক সভাপতি সাংবাদিক মোঃ আবছার কবির আকাশকে পূনরায় সভাপতি ও শেখ শাহ আলমকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হই । উক্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছে সিনিয়র সহ সভাপতি পদে টেকনাফ পৌরসভার মহিলা কাউন্সিলর নাজমা আক্তার,সহ সভাপতি সেন্টমার্টিন ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান,সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন ,সিনিঃ যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম সাকের , রফিকুল ইসলাম,আব্দুল্লাহ আল আমিন, সাংগঠনিক সম্পাদক রাসেদ মাহমুদ, মংসাই রাখাইন , নুরুল মোস্তফা, ওমর সালেহীন ,দপ্তর সম্পাদক নুরুল আমিন ,মহিলা বিষয়ক সম্পাদিকা মর্জিনা আক্তার লাকী ,প্রকাশনা সম্পাদক শাহ মিজবাউল হক বাবলা ,অর্থ সম্পাদক আব্দু শুক্কুর কোম্পানী ,আইন বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসাইন,তথ্য ও গবেষনা সম্পাদক মিজানুর রহমান ,ভ্রমন সম্পাদক সফিক, ধর্ম বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসাইন রাফি ,সাহিত্য বিষয়ক সম্পাদক ফিরোজা আক্তার , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম তাসকিন,পাঠচক্র সম্পাদক মোঃ রফিক , জীব-বৈচিত্র সম্পাদক নাসির উদ্দিন এবং কার্যকরী সদস্যরা হচ্ছেন সাইফুল উসমানী,মোঃ ইব্রাহীম,জাকির হোসাইন,সাদেক হোসাইন, মোঃ ইলিয়াস, মোঃ সাদেক ,ফযেজুল ইসলাম , জিয়াউল হক জিয়ারু , ফয়সাল উদ্দিন তুহিন ।

পাঠকের মতামত

কেন্দ্রের নির্দেশনায় উখিয়ায় পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের, কয়েকজনকে গ্রেফতার এবং ১০ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করার প্রতিবাদে ...

টেকনাফে ৩ অপহরণকারী আটক

টেকনাফ বাহারছড়ায় সম্পত্তির লোভের যড়যন্ত্রে ডাকাতের হাতে অপহৃত হওয়া বেলালকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ...

উখিয়ার ষ্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনাল, মহাসড়কের উপর চলে গাড়ি পার্কিং

উখিয়া উপজেলার স্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনালে পরিণত হয়েছে। স্টেশন গুলোতে দুপাশের সারিবদ্ধ করে রাখা হয়েছে ...

উখিয়ায় ছয় এনজিওর বিরুদ্ধে নোটিশ, স্থানীয়রা বলছেন, এটি আই ওয়াশ

বে-আইনিভাবে নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনা করার অপরাধে ছয় এনজিও’কে নোটিশ দিয়েছে বনবিভাগ। পরিবেশ ও জীব-বৈচিত্র্যের ...