নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ১৫/০১/২০২৫ ৮:১৬ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ জিয়াবুল হক নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ -বিজিবি।

বুধবার বিকেলে ১১, বিজিবি, অধিনায়ক লে: কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, বুধবার (১৫ জানুয়ারি ) সকাল ৯টায় ১১,বর্ডার গার্ড ব্যাটালিয়নের ( বিজিবি) উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল এর নেতৃত্বে বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৪৬ হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যান্তরে আশারতলী সীমান্ত এলাকার আবুল কালামের পুত্র জিয়াবুল হক ( ২৪) নামে এক চোরাকারবারীকে ১০ হাজার পিচ ইয়াবাসহ আটক করতে সমক্ষ হয়।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল আশারতলী এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এ প্রেক্ষিতে বিজিবির আশারতলী বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত স্থানে গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে ৪৬ নং পিলারের কিছু দূরত্বে কৌশলগত অবস্থান গ্রহণ করে। মাদককাবারি জিয়াবুল এর গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহলদল ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয় এবং ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

পাঠকের মতামত

চার শিক্ষার্থীর ইমামতিতে কক্সবাজার মেডিকেলে খতমে তারাবীহ

বিভিন্ন বর্ষে অধ্যয়নরত চারজন শিক্ষার্থীর ইমামতিতে কক্সবাজার মেডিকেল কলেজে (কক্সএমসি) প্রথমবারের মতো শুরু হয়েছে খতমে ...