প্রকাশিত: ০১/১২/২০১৬ ৯:০৫ পিএম

krisi-opkoran-bitoronশামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ ডিসেম্বার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস,এম সরওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, উপ সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা অলক দাশ, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মোহাম্মদ ইমরান মেম্বার, দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: হাবিবুল্লাহ, সাংবাদিক আবদুল হামিদ। অনুষ্ঠানে নারী নেত্রী ওজিফা খাতুন রুবি, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মাঠ পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন- কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকার সুলভ ও ন্যায্যমূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে। সরকারী পরিকল্পনার অংশ থেকেই সমন্বিত কৃষি উন্নয়নে উপজেলা পর্যায়ে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের পরিকল্পনার মাধ্যমে কৃষকের উন্নয়নসহ উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাবে।

উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মোট ২০জনকে ৫হাজার টাকা করে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

পাঠকের মতামত

কেন্দ্রের নির্দেশনায় উখিয়ায় পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের, কয়েকজনকে গ্রেফতার এবং ১০ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করার প্রতিবাদে ...

টেকনাফে ৩ অপহরণকারী আটক

টেকনাফ বাহারছড়ায় সম্পত্তির লোভের যড়যন্ত্রে ডাকাতের হাতে অপহৃত হওয়া বেলালকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ...

উখিয়ার ষ্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনাল, মহাসড়কের উপর চলে গাড়ি পার্কিং

উখিয়া উপজেলার স্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনালে পরিণত হয়েছে। স্টেশন গুলোতে দুপাশের সারিবদ্ধ করে রাখা হয়েছে ...

উখিয়ায় ছয় এনজিওর বিরুদ্ধে নোটিশ, স্থানীয়রা বলছেন, এটি আই ওয়াশ

বে-আইনিভাবে নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনা করার অপরাধে ছয় এনজিও’কে নোটিশ দিয়েছে বনবিভাগ। পরিবেশ ও জীব-বৈচিত্র্যের ...