প্রকাশিত: ২২/০৯/২০১৬ ৯:১৪ পিএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::
কক্সবাজার সংলগ্ন বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ফিশিংবোটে ডাকাতি করেছে বতল্যা বাহিনীর জলদস্যুরা। বৃহস্পতিবার দুপুর ২ টায় বোট ডাকাতির এ ঘটনা ঘটে। এসময় মাছ, জাল, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নেয় জলদস্যুরা।
বোট মালিক আব্দুল করিম জানান, তার মালিকানাধীন ফিশিং বোট সাগর থেকে মাছ শিকার করে ফিরে আসার সময় নাজিরারটেক চ্যানেলে পৌঁছলে অস্ত্রধারী একদল জলদস্যু বোটের গতিরোধ করে। এরপর মাঝি-মাল্লাদের জিম্মি ও মারধর করে ব্যাপক লুটপাট চালায় তারা। এসময় বোটে থাকা ১১ টি বিভিন্ন আকারের জাল, ৩৬ হাজার নগদ টাকা, কোল্ড স্টোরে থাকা ইলিশ মাছ ও অন্যান্য সরঞ্জামসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নেয় তারা। প্রত্যক্ষদর্শী শাহাব উদ্দীন জানান, বতল্যা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোনাদিয়ার জলদস্যু মীর কাসেমের নেতৃত্বে ইছহাক, রমজান, শফি আলম, সিরাজ মিয়া, গফুর ও মনজুর আলম প্রমুখ জলদস্যু ডাকাতিতে অংশ নেয়। এরা নাগু মেম্বার হত্যা মামলাসহ বহু মামলার পলাতক আসামী বলে জানা গেছে। বাহিনী প্রধান সরওয়ার বতল্যা কয়েকমাস আগে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হলেও সেকেন্ড ইন কমান্ড সোনাদিয়ার মীর কাসেমের নেতৃত্বে বতল্যা বাহিনী এখন জলদস্যুতা করছে বলে জানিয়েছেন জেলেরা।

পাঠকের মতামত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...

ঢাকায় আসছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো ...