প্রকাশিত: ০৩/০২/২০১৭ ৩:২১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় ট্রাকের চাপায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯ জন। আলুটিলায় বৌদ্ধবিহারে একটি অনুষ্ঠানে অংশ নিতে আসা লোকজন এভাবে হতাহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

ওসি আব্দুল হান্নান জানান, টাকটি মাটিরাঙা থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। পথে আলুটিলায় আসার পর এর ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বৌদ্ধবিহারে মানুষজনের ওপর উঠে পড়ে। এসময় হতাহতের এই ঘটনা ঘটে।

তবে ঘটনাটি কোনও পরিকল্পিত নাশকতা নয় বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৌদ্ধবিহারে আলুটিলার প্রয়াত এক ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হচ্ছিল বলে জানা গেছে।

পাঠকের মতামত

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

বাগ্‌দত্তাকে নিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক নিহত

ঢাকার বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল (২৬)। একই মেডিকেল কলেজের ...