চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পথশিশুদের অবহেলা না করে সম্পদে পরিণত করতে হবে। সমাজের অবহেলার কারণে তারা পরিস্থিতির শিকার। পরিবার এবং সমাজের অবহেলা আর দায়িত্ববোধ না থাকার কারণে এসব পথশিশু নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের চান্দগাঁও স্বাধীনতা পার্কে পূর্বাশার আলো শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, পথশিশুদের পড়ালেখার পরিবেশ নিশ্চিত করে আলোকিত মানুষ হওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
চট্টগ্রাম মহানগরীকে শিশুবান্ধব নগরীতে পরিণত করতে কর্পোরেশনের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। তাদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন।
উৎসবে উপস্থিত শিশুদের শিক্ষাসামগ্রী ও বস্ত্র প্রদান করা হয়। শিশু উৎসবে অংশ নেন শিশু সংগঠন সহযাত্রী, চারুলতা ও নগরফু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, শ্রমিক নেতা সফর আলী প্রমুখ।