প্রকাশিত: ২৮/১১/২০১৬ ৫:৩৮ পিএম

নিউজ ডেস্ক: বিশ্ব পানি তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব পানি শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, পানি থেকে জীবন উৎসারিত আর পানিতেই জীবনের টিকে থাকা। পানির নিরাপত্তাই পারবে ভূ-পৃষ্ঠে মর্যাদার জীবন ও সুন্দর জীবন-যাপন নিশ্চিত করতে। আর সে লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে হুমকির মুখে থাকা দেশগুলোর জন্য পানি একটি বড় চ্যালেঞ্জ। বিশ্বে এখন কোটি কোটি মানুষ সুপেয় পানির অভাবে রয়েছে। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য বিশেষ মনোযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, পানি নিয়ে বিশেষায়িত চ্যালেঞ্জ বাংলাদেশ মোকাবেলা করে আসছে। নিরাপদ পানি সরবরাহে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাংলাদেশ এরই মধ্যে অর্জন করেছে, স্যানিটেশন খাতেও ব্যাপক অগ্রগতি নিশ্চিত করা গেছে।

পাঠকের মতামত