প্রকাশিত: ১১/০১/২০১৭ ৫:২০ পিএম

গত ৯ জানুয়ারী দৈনিক আলোকিত উখিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমে “বালুখালীতে বনভুমি দখল করে নতুন রোহিঙ্গা বস্তি সৃষ্টি ঃএদের ঠেকাও “শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের একাংশে আমাদের নাম জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। বালুখালীতে বনভুমি দখল ,নতুন রোহিঙ্গা বস্তি সৃষ্টি ও রোহিঙ্গা অনুপ্রবেশে দালাল নিয়োগ এসবের সাথে আমরা কোন অবস্থাতে জড়িত ছিলাম না আদৌ নাই। আমাদের পরিবার যুগ – যুগ ধরে বনকর্মীদের সাথে বিনা বেতনে সেচ্ছাশ্রম দিয়ে বন সম্পদ রক্ষা করে আসছি বন জায়গীদার (ভিলেজার) হিসেবে। অথচ আমাদের বাড়ি তেলীপাড়া হওয়াতে সরকারী বনভুমি স্থানীয় জবর দখলকারীদের দখল চেষ্টা নস্যাত করে দিই। এতে ক্ষিপ্ত জবর দখলকারীরা তাদের অপকর্ম আড়াঁল করতে আমাদের নামে মিথ্যা তথ্য সরবরাহ করে উল্টো মিথ্যা সংবাদ পরিবেশন করায়। যা শাক দিয়ে মাছ ঢাকার শামিল। আমরা পুর্বের মত বংশপরম্পরায় বন সম্পদ রক্ষায় নিয়োজিত আছি ,থাকবো।আমরা হলফ করে বলছি বনভুমি দখল,নতুন রোহিঙ্গা বস্তি সৃষ্টি ও দালাল নিয়োগ কোনটাতেই জড়িত নয়। কে বা কারা এসব কাজে জড়িত, তা দেখার বিষয় আমাদের নয়। তা প্রশাসন দেখবে।প্রকাশিত সংবাদটি আমাদেরকে প্রশাসনিকভাবে ঘাঁয়েল করার অপচেষ্টা মাত্র। উক্ত সংবাদের বিষয়ে বন বিভাগ, আইনশৃঙ্খলাবাহিনী, জনপ্রতিনিধি সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার সবিনয় অনুরোধ ও সাংবাদিক ভাইদের বস্তুনিস্ট ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের আহবান ও জোর প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারীঃ

কামাল,আবদুর রহিম ও মনছুর আলী,

তেলীপাড়া.বালুখালী, উখিয়া,কক্সবাজার

পাঠকের মতামত

মধ্যরাতে কক্সবাজার নার্সিং কলেজের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করলো শিক্ষার্থীরা

কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা ফ্যাকাল্টির পুরো কমিটির পদত্যাগ চেয়ে একদফা দাবি উপস্থাপন করে। ...