প্রকাশিত: ১৩/১০/২০১৬ ৪:০২ পিএম
রোবরোববারের হামলার ঘটনায় সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
রোবরোববারের হামলার ঘটনায় সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
রোবরোববারের হামলার ঘটনায় সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি : বার্মার রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয়দের সংঘাতে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। গত রোববার থেকে শুরু হওয়া এই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য এবং হামলাকারীদের ২৬ জন প্রাণ হারায়।

বাংলাদেশ সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত এলাকাটিতে পুলিশের ওপর হামলার এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ পরে বড় আকার নেয়।

যদিও হামলার জন্য দায়িদের বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ তবে রোববারের হামলার ঘটনায় সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রীয় মাধ্যমের খবরে বলা হয়, অস্ত্রধারী লোকজন সীমান্ত পুলিশের বেশ কয়েকটি চৌকিতে এই হামলা চালায়। এরা দেশটিতে দীর্ঘদিন ধরে নিপীড়িত রোহিঙ্গা গোষ্ঠীর সদস্য বলে মনে করা হচ্ছে।

এই সহিংসতার ঘটনার পর সরকারি বাহিনীর অবস্থানের বিষয়ে আজ স্থানীয় সংবাদপত্রে দেশটির নেত্রী অং সাং সুচি বলেছেন, সরকার ‘আইনের শাসন প্রতিষ্ঠার’ চেষ্টা করছে।

মংগদু এলাকায় তাদের হামলায় নয়জন পুলিশ নিহত হয়। এরপর পিস্তল, ছুড়ি, চাকু হাতে প্রায় তিনশো স্থানীয় বাসিন্দার সাথে সংঘাতে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ-বার্মা সীমান্তে রাখাইন প্রদেশে গত কয়েকদিন ধরে সংঘাত চলছে।

পাঠকের মতামত

মংডু এলাকায় বোমা ও মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ : আতঙ্কে সীমান্ত এলাকার বাসিন্দারা

কক্সবাজার জেলার সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলা ...

টেলিগ্রামের সিইও গ্রেপ্তার

টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ফ্রান্স ...