সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০১/১০/২০২৪ ৯:৫৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার আওয়াজ সমাজের সর্বত্র আজ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে ছাত্র – জনতার আন্দোলন দেশের ক্ষমতার পটপরিবর্তন করেছে। বৈষম্যের কারণে দেশের মানুষ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। যার কারণে সমাজে অস্থিরতা, হানাহানি ও সংঘাতের পথ প্রশস্ত হয়ে পড়ে। এমনিতর প্রেক্ষাপটে আজ বেশি প্রয়োজন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর মূলনীতি অনুসরণ, অনুকরণ ও বাস্তবায়ন। আমরা যদি সত্যিকার অর্থে সমাজের প্রতিটি বৈষম্য দূর করতে চায় তাহলে রাসূলুল্লাহর আদর্শই একমাত্র পথ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার উদ্যোগে ১ অক্টোবর দুপুর ২ঃ৩০ টায় কক্সবাজার পাবলিক হলে অনুষ্ঠিত “বৈষম্যহীন সমাজ গঠনে মহানবী স. -এর শিক্ষা ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মমতাজ উদ্দিন কাদেরী, ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিউল হক জিহাদী ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাওলানা হামিদুল ইসলাম। প্রধান অতিথি আরো বলেছেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্র -জনতার রক্তের বিনিময়ে অর্জিত আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক বিভেদ ও সংকীর্ণ দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে দেশ পুনর্গঠনে এগিয়ে আসতে হবে। প্রবন্ধ কার উপস্থাপিত প্রবন্ধে বৈষম্য হীন সমাজ গঠনে মহানবী স.-এর শিক্ষা তুলে ধরতে গিয়ে প্রবন্ধে বৈষম্যের রূপ, প্রভাব, কারণ ও বৈষম্য মুক্ত সমাজ গঠনে রাসূলুল্লাহর মূলনীতির পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরে সমাজ ও রাষ্ট্রে রাসূলুল্লাহর মূলনীতির চর্চা বাড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অধ্যক্ষ রহমত সালাম, শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি শহিদুল আলম বাহাদুর, সাবেক কক্সবাজার পৌরসভা মেয়র সরওয়ার কামাল, শহর সাংগঠনিক সেক্রেটারি দরবেশ আলী মু. আরমান, ছাত্র নেতা আলী হোছাইন, মুসা ইবনে হোছাইন প্রমূখ

পাঠকের মতামত

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...

পারকি সৈকতে ধরা ২৫ ভাসানচর থেকে পালাচ্ছেন রোহিঙ্গারা!

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে কৌশলে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছেন! প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার বাহানা, ...

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কক্সবাজারে সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থানের শহিদদের নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক কটাক্ষ ও ব্যাঙ্গাত্মক কন্টেন্ট বানিয়ে অপপ্রচার ...