বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ওবাইদুল কাদেরর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন উখিয়া-টেকনাফের সংসদ আলহাজ¦ আবদুর রহমান বদি। ২২ নভেম্বর বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সৌজন্য বৈঠকের সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহমদ, সাবেক সভাপতি জাফর আলম চৌধুরী, সহ সভাপতি আলহাজ¦ জহির হোসেন এম.এ ও মোহাম্মদ ইলিয়াছ। বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সৌজন্য বৈঠকে টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা,পর্যটন ও রাজনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহমদ।
জাতীর জনক বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ¦ আবদুর রহমান বদিসহ অন্যান্যরা পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে উখিয়া-টেকনাফের সংসদ আলহাজ¦ আবদুর রহমান বদি কারান্তরীন জীবন শেষে আগামী ২৪ নভেম্বর টেকনাফ পৌঁছাবেন বলে জানা যায়। বৃহস্পতি বার সকাল ১০ টায় নভোএয়ার লাইন্স করে ঢাকা থেকে ককসবাজার বিমান বন্দর পৌঁছবেন। সকাল ১১ টায় ককসবাজার বিমান বন্দরে হারানো নেতাকে কাঁচা ফুলের মালা দিয়ে বরনের মাধ্যমে নির্বাচনী এলাকা উখিয়া হয়ে টেকনাফের উদ্যোশ্যে যাত্রা করবেন। সাজানো হাজারো তোরনে, প্রিয় নেতাকে বরণে, মহা ব্যস্ত থাকবেন লাখো এমপি বদি ভক্ত। উখিয়ার পথ সভায় ভক্তদের উদ্যোশ্যে পথ সভা শেষে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিশাল গণ সংবর্ধনা সভায় আলোচনা করবেন।
এদিকে উখিয়া- টেকনাফের বাজারে বাঁশ, গাড়ী, ফুল, ডেকোরেশন এমনকি গেইট স্থাপনের জায়গার মহা সংকট দেখা দিয়েছে। যার একটিই মাত্র কারণ – সেই প্রিয় নেতাকে বরণ ।
পাঠকের মতামত