প্রকাশিত: ১৫/০৯/২০১৬ ১১:৩৯ পিএম , আপডেট: ১৬/০৯/২০১৬ ৭:৫৬ এএম

yaba-md20160916045616নিজস্ব প্রতিবেদক,উখিযা নিউজ ডটকমঃ-কক্সবাজারস্থ ৩৪ বিজিবির আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫১হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ট্রাকসহ ৪ জন পাচারকারীকে আটক করেছে।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোষ্টে এ অভিযান পরিচালনা করেন বিজিবি সুবেদার মোহাম্মদ সাদেক আলী।নায়েব সুবেদার সাদেক আলী বলেন, উখিয়া উপজেলার সোনারপাড়া থেকে চিংড়ি পোনা ভর্তি একটি ট্রাকে ইয়াবা পাচার হওয়ার গোপন পেয়ে ট্রাকটিতে ব্যাপক তল্লাশি চালায় বিজিবি সদস্যরা।এ সময় ট্রাকের ড্রাইভারের সিটের নিচ থেকে ৫১ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার পূর্বক ৪ পাচারকারীকে আটক করা হয়।আটককৃত পাচারকারীরা হল সোনারপাড়া এলাকার ছলিম উল্লাহ,খলিলুর রহমান, আহসান উল্লাহ ও তরিকুল ইসলাম।আটককৃত ট্রাকের নাম্বার খুলনামেট্রো-ট-১১-১৪৩০।স্থানীয় সুত্রে জানা গেছে, পাচারকারীরা আটককৃত ইয়াবাগুলো সোনারপাড়া এলাকার চিন্থিত ইয়াবা সিন্ডিকেট ছমি উদ্দিন,জালাল উদ্দিন ও নুরু উদ্দিনের বাহক হিসেবে পাচার করছিল বলে জানা গেছে। জব্দকৃত ইয়াবাসহ ট্রাকের আনুমানিক মূল্য ১কোটি ৯০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন। রাতে জব্দকৃত গাড়ি, ইয়াবা ও আসামীদের কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হবে বলে বিজিবি জানান।৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার ইয়াবা,ট্রাক ও পাচারকারী আটকের কথা সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

বাগ্‌দত্তাকে নিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক নিহত

ঢাকার বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল (২৬)। একই মেডিকেল কলেজের ...