প্রকাশিত: ০৬/১০/২০১৬ ৪:২৬ পিএম

ডেস্ক রিপোর্ট ::

সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যার ঘটনায় কামরুল সিকদার ওরফে মুছাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।আজ বৃহস্পতিবার সিএমপির দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, মিতু হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এতে জানা গেছে, মুছার নির্দেশেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।তবে মুছা নিজেই হত্যা করেছে, না অন্য কারো নির্দেশে এ ঘটনা ঘটিয়েছে—তা জানতেই তাঁকে ধরা প্রয়োজন বলে জানান পুলিশ কমিশনার। আর এ জন্যই মুছাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।সিএমপির কমিশনার জানান, সারা দেশের সব নৌ-বিমান ও স্থলবন্দরে নির্দেশনা পাঠানো হয়েছে, মুছা যেন কোনোভাবেই দেশের বাইরে যেতে না পারে।বাবুল আক্তার এ মামলার বাদী উল্লেখ করে পুলিশ কমিশনার জানান, তদন্ত কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন, তাহলে কোনো তথ্যের জন্য বাবুল আক্তারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হবে।গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে দুর্বৃত্তরা মিতুকে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক এসপি বাবুল আক্তার বাদী হয়ে মামলা করেন।এদিকে, গত ২২ জুন বন্দর থানা এলাকা থেকে মুছাকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে বারবার দাবি করেছেন তাঁর স্ত্রী পান্না আক্তার। এ বিষয়ে জানতে চাইলে সিএমপির কমিশনার বলেন, মুছাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। মুছার স্ত্রী যদি এমন দাবি করে থাকেন, তবে তাঁকেই সেটা প্রমাণ করতে হবে।

পাঠকের মতামত