উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/১০/২০২২ ৭:১৮ এএম
মহেশখালীতে তোলপাড় : করিমের পরিবারে আহাজারি

মিয়ানমারে এক যুবককে বন্ধক রেখে আনা হল ৬০ হাজার ইয়াবা। বকেয়া টাকা পরিশোধ করলেই ফিরিয়ে দেবে ওই যুবককে। ইয়াবার মূল ব্যবসায়ি বকেয়া টাকা পরিশোধ না করায় মিয়ানমারে বন্ধক রাখা যুবককে প্রতিদিন নির্যাতন করছে শুনে তার পরিবারে শুরু হয়েছে আহাজারি। এমন অভিনব ইয়াবা ব্যবসার কথা শুনে হতভম্ব হয়ে পড়েছেন এলাকার মানুষ।
প্রাপ্ত তথ্যে জানা যায়, মহেশখালীর হোয়ানকের পানিরছড়া গ্রামের বারঘর পাড়ার মৃত গুরামিয়ার পুত্র কালাবাশি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত। সম্প্রতি সাগর পথে মিয়ানমারে গিয়ে বাকিতে ইয়াবা নিয়ে আসছেন প্রতিনিয়ত। টাকার নিশ্চয়তা হিসেবে বন্ধক রেখে আসছেন তার সহপাঠীকে। এভাবে কয়েকবার বন্ধক রেখে ইয়াবা এনে টাকা পরিশোধ করে আবার ছাড়িয়ে এনেছেন বন্ধক রাখা যুবককে।
ঠিক তারই ধারাবাহিকতায় গত দেড় মাস আগে কুতুবজুম ইউনিয়নের বটতলা গ্রামের কবির আহমদের পুত্র মোঃ করিম (২৪) কে বন্ধক রেখে ৬০ হাজার ইয়াবা নিয়ে মহেশখালী চলে আসেন কালাবাশি। দুই মাস অতিবাহিত হলেও বকেয়া টাকা পরিশোধ না করায় এখনো ছাড়া পায়নি মোঃ করিম। সম্প্রতি মিয়ানমারের ইয়াবা বিক্রেতারা মোঃ করিমকে বকেয়া টাকার জন্য নির্যাতন করার খবর আসলে তারা পরিবারে শুরু হয় আহাজারি।

স্থানীয় লোকজন জানায় গত ৪ মাস আগে পানিরছড়ার সাতঘর পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে আবদু শুক্কুরকে বন্ধক রেখে ৫০ হাজার ইয়াবা এনেছিল কালাবাশি। আনেক শালিশ বিচারের পরে বকেয়া টাকা পরিশোধ করে তাকে ছাড়িয়ে এনেছে কালাবাশি। কুতুবজুম ইউনিয়নের শেফায়ত উল্লাহ এর ট্রলারে করে এই ইয়াবা ব্যবসা চলে আসছে দীর্ঘদিন। মানুষ বন্ধক রেখে বাকিতে ইয়াবা আনার খবরটি প্রকাশ হলে সর্বত্র তোলপাড় চলছে। স্থানীয় লোকজন জানান দীর্ঘদিন ধরে মানুষ বন্ধক রেখে ইয়াবার চালান নিয়ে আসলেও বিষয়টি গোপন ছিল। এ বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে।
মূল ইয়াবা ব্যবসায়ি কালাবাশির সাথ মোবাইলে যোগাযোগ করা হলে মানুষ বন্ধক রেখে ইয়াবা আনার বিষয়টি অস্বীকার করেন। মোঃ করিম কোথায় তিনি জানেন না। পরে তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন।
মোঃ করিমের মা জরিনা বেগম জানিয়েছেন, গত দুই মাস ধরে করিম নিখোঁজ রয়েছে। তার সাথে নিয়মিত যোগাযোগ ছিল কালাবাশির। তারা কুতুবজুমের শেফায়াত উল্লাহ এর ট্রলারে করে সাগরে মাছ ধরতে যাওয়ার কথা বলে বের হলেও কয়েকদিন পরে কালাবাশি ফিরে আসলেও করিম ফিরে আসেনি। সম্প্রতি কালাবাশির সাথে যোগাযোগ করলে সমস্যা হবে না বলে জানায়। কিছু টাকা জোগাড় হলেই সমস্যার সমাধান হবে বলে আমাদেরকে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, এমন একটি ঘটনার কথা শূনেছি। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

প্রবারণা পূর্ণিমা উদযাপনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী

ঢাকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, রামুসহ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য ...

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, বাংলাদেশিসহ গুলিবিদ্ধ ৫

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে এক বাংলাদেশিসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।ক্যাম্প অভ্যন্তরের থাকা ...

রামু সরকারি কলেজে প্রতিবেদন দেওয়ার কথা ৩ দিনে, ২ সপ্তাহেও চিঠি পাননি তদন্ত কর্মকর্তা

কক্সবাজারের রামু সরকারি কলেজের অচলাবস্থা নিরসনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য গত ১ অক্টোবর ...

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিয়ে করতে মালয়েশিয়া যাচ্ছিল দুই তরুণী

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে পুলিশ ১২ রোহিঙ্গা নারী-পুরুষসহ ২০ জনকে ...

উখিয়ায় উন্মুক্ত কারাগারের জায়গা পরিদর্শনে নবনিযুক্ত ‘আইজি প্রিজন্স’

কক্সবাজারের উখিয়ায় দেশের প্রথম উন্মুক্ত কারাগারের জায়গা ও জেলা কারাগার পরিদর্শন করেন নবনিযুক্ত আইজি প্রিজন্স ...