চাকরি ফেরত চেয়ে এবার প্রধান উপদেষ্টাকে চিঠি দিলেন দুদকের সেই শরীফ
দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিন চাকরি পুনর্বহাল চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর ...
কোরবানীর আগ মুহুর্তে মিয়ানমার থেকে পর্যাপ্ত পরিমাণে আমদানী করা হচ্ছে গরু।শুক্রবার পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ ক্যাটল করিডোর দিয়ে মিয়ানমার থেকে এক হাজার ৭৭১টি পশু আমদানী হয়েছে। এর মধ্যে গরু আমদানী হয়েছে এক হাজার ৫০৬টি। তাছাড়া ২৩৯টি মহিষ ও ১৬টি ছাগল আমদানী হয়েছে।গত বৃহস্পতিবার একদিনে ৬৮১টি পশু আমদানী হয়েছে। আগস্ট মাসে এ করিডোর দিয়ে মোট গবাদি পশু আমদানী হয়েছিল ২৫৪৭ টি। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১২ লাখ ৭০ হাজার ২০০ টাকা।বৈরী আবহাওয়া ও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে দেনা-পাওনা সংক্রান্ত জটিলতার কারণে বেশ কিছুদিন এ করিডোর দিয়ে গবাদি পশু আমদানী অনেকটা বন্ধ ছিল।গরু ব্যবসায়ী ফোরকার আলী বলেন, মিয়ানমার থেকে যেভাবে পশু আসছে তা অব্যাহত থাকলে দাম আরেকটু কমবে।
পাঠকের মতামত