প্রকাশিত: ১১/১০/২০১৬ ৭:১৮ এএম

image-3240২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার বিকেলে এ কথা জানালেন চিকিৎসা শিক্ষার পরিচালক অধ্যাপক মো. আবদুর রশীদ।

ফল পাওয়া যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের (http://result.dghs.gov.bd/) ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

গেলো শুক্রবার এমবিবিএসে ভর্তির পরীক্ষা হয়। এবার ৯০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করেন। তবে এদিন পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ২০৭ জন।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ জানান, পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ পেয়ে ২৯ হাজার ১৮৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবারের পরীক্ষায় সর্বোচ্চ ৮৫ দশমিক ৫ নম্বর পেয়েছেন একজন। প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে মেধা তালিকা করা হয়েছে।

এ বছর ৩০টি সরকারি মেডিক্যাল কলেজে ৩ হাজার ২১২ এবং বেসরকারি ৬৪টি কলেজে ৬ হাজার ২০৫ জন ভর্তির সুযোগ পাবেন।

তিনি জানান, এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

এদিকে বিডিএস (ডেন্টাল) কোর্সে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা হবে ৪ নভেম্বর।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। এরমধ্যে নিমতলী এলাকায় ...

২০২৫ সালে রোহিঙ্গা ইস্যু ও যুক্তরাষ্ট্র-ভারত-চীনের সঙ্গে সম্পর্ক অগ্রাধিকার পাবে: তৌহিদ হোসেন

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ২০২৫ সালে বাংলাদেশের জন্য প্রধান অগ্রাধিকার হবে রোহিঙ্গা ...

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ২১ লাখ ডলার পাচারের তথ্য না দিয়ে জরিমানা গুনল ব্র্যাক ব্যাংক

বেসরকারি ব্র্যাক ব্যাংকের তিন গ্রাহকের বিরুদ্ধে ব্যবসার আড়ালে ২১ লাখ মার্কিন ডলার পাচারের তথ্য পেয়েছে ...