কক্সবাজার জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করলেন মোঃ সাইফউদ্দীন শাহীন
কক্সবাজার জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ সাইফউদ্দীন শাহীন। ...
কক্সবাজারের টেকনাফে তৌহিদুল ইসলাম আরিফ (১৬) নামে এক স্কুল ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম আরিফ (১৬) হ্নীলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ৩নং ওয়ার্ডের বাসিন্দা হোসাইন আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচা নুর মোহাম্মদ জানান, বাড়ির কাজ করতে পুকুরে মোটর দিয়ে পানি উঠানোর সময় হঠাৎ মোটরের বিদ্যুতের তার ছিঁড়ে আরিফের হাতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় বাড়ির লোকজন তাকে মাটি থেকে গুরুতর আহত অবস্থায় তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাঠকের মতামত