প্রকাশিত: ০৪/০৯/২০১৬ ৯:২৪ পিএম

nazশামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
কক্সবাজারের রামুর গর্জনিয়ার যুবলীগনেতা মঞ্জুরুল আলম হত্যা ও আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনায় দায়েরকৃত পৃথক মামলার প্রধান আসামি, সাবেক শিবির ক্যাডার ও গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম অবশেষে কারাগারে ।

রোববার (৪ আগস্ট) সকালে কক্সবাজার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজ উদ্দিনের আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করে নজরুল জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তা না মঞ্জুর করেন। এর পর পুলিশ তাকে কারাগারে সোপর্দ করেন। বাদী পক্ষের সিনিয়র আইনজীবি প্রতিভা দাশ বিষয়টি ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

মঞ্জুরুল আলম হত্যা মামলার বাদী সলিমা খাতুন বলেন-‘গর্জনিয়ার নির্বাচনের আগের দিন তথা ২৭ মে রাতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম তার লোকজন নিয়ে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরীকে হত্যা করতে গেছে এমন খবর মাইকে প্রচার হতে থাকলে আমি ও আমার স্বামী ঘর থেকে বের হয়ে আসি। স্কুলমুড়া থেকে চেয়ারম্যানের বাড়ির সামনে যাওয় মাত্রই আমরা হামলাকারীদের সামনে পড়ে যাই। তখন তারা মঞ্জুরুলের গলায় নৌকার কার্ড ঝুলানো দেখে ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে লোহার রড় ও লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকেন। বিশেষ করে নজরুল ও ক্যাডারেরা নির্যাতন চালায় মধ্যযুগীয় কায়দায়। এক পর্যায়ে গ্রামের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় আমার স্বামীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই তিনি এক দিনের ব্যবধানে মারা যান।’ চলতি বছরের ৯ জুন মঞ্জুরুলের স্ত্রী সলিমা খাতুন গর্জনিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, এর আগে সাবেক শিবির ক্যাডার ও জামায়াতি ইউপি চেয়ারম্যান নজরুলের গ্রপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল গত ১৪ আগষ্ট (রবিবার) ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক শাহরান চৌধুরী মারুফের নেতৃত্বে  গর্জনিয়া স¤্রাট শাহ সূজা সড়কে ।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...