সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম:
হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদন্ডপ্রাপ্ত কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি।বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা বদির আপিল আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৬ নভেম্বর) ছয়মাসের অন্তবর্তীকালীন এ জামিন মঞ্জুর করে।আপিল আবেদন আদালতে উপস্থাপনের সময় বদির জামিনের আবেদন জানান তার আইনজীবী নাসরিন সিদ্দিকা লীনা। গত ১০ নভেম্বর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন বদির আইনজীবী।সম্পদের তথ্য গোপনের দায়ে গত ২ নভেম্বর এমপি আবদুর রহমান বদিকে ৩ বছরের কারাদন্ডাদেশ দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত।একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ডাদেশ পেয়েছেন তিনি।সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দু’টি ধারায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ধারাটি আদালতে প্রমাণিত হয়নি এমপি বদির বিরুদ্ধে।রায়ের পর পরই সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় তাকে।২০১৪ সালের ২১ আগস্ট এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন দুদকের উপ-পরিচালক আবদুস সোবহান। ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামার সূত্র ধরে অনুসন্ধানে দেখা গেছে, আব্দুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন।এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যের সম্পদ ক্রয় দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে এ মামলা হয়।অভিযুক্তের সম্পদ অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে অনুসন্ধানকারী কর্মকর্তারা রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি, সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার অফিস, এনবিআর, বিআরটিএ, রাজউক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, রিহ্যাব, ব্যাংক-বিমাসহ অন্যান্য অফিসে অনুসন্ধান করে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে সম্পদের হিসাব বের করেছেন। পাশাপাশি অভিযুক্তের নিজ নির্বাচনী এলাকায় সরেজমিনে পরিদর্শন করেন তদন্ত কর্মকর্তারা।এদিকে
এমপি বদির জামিনের খবরে উখিয়া-টেকনাফের বদি প্রিয় জনগনের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছাস বিরাজ করছে। উখিয়া টেকনাফ উপজেলার সর্বত্র সমর্থকরা মিষ্টি বিতরনসহ আনন্দ মিছিল করেছে। এ ব্যাপারে বদি মুক্তি পরিষদের আহবায়ক আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী বলেন, মেহনতী মানুষের নেতা হিসেবে আবদুর রহমান বদির জনপ্রয়িতা আকাশচুম্বি।তাই স্থানীয় জনগন বদিকে আইনী প্রত্রিয়ার মাধ্যমে মুক্ত করতে রাতদিন অক্লান্ত পরিশ্রম করেছেন। মহামান্য হাইকোর্ট থেকে বদির জামিন সেই মেহনতী মানুষের আন্দেলনেই ফসল।