প্রকাশিত: ১৪/১০/২০১৬ ৭:৩৯ পিএম

কনক বড়ুয়া
পর্যটন নগরী কক্সবাজার জেলার রামু থানাধীন ঐতিহাসিক রাংকুট বনাশ্রম মহাতীর্থ মহাবিহারে যথযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাক জমকপূর্ণ পরিবেশে আগামী ২৮ অক্টোবর ২০১৬ খ্রি. ১৩ কার্ত্তিক ১৪২৩ বঙ্গাব্দ, শুক্রবার  সারাদিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হতে যাচ্ছে।

বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. ধর্মসেন মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠেয় দানানুষ্ঠানে আশীর্বাণী প্রদান করবেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের বিহার অধিপতি উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের ও উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি ভদন্ত এস. ধর্মপাল মহাথের, প্রধান অতিথির আসন অলংকৃত করবেন কক্সবাজার-৩ অাসনের মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল। প্রধান ধর্মদেশক হিসাবে উপস্থিত থাকবেন জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রধান পরিচালক বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের ও বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ভদন্ত করুনাশ্রী মহাথের । এছাড়া উক্ত মহতী পূণ্যময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক অালী হোসেন, বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার ভৌমিক, কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ ও  কক্সবাজারের রামুর সহকারী জর্জ কনক বড়ুয়া সহ বিভিন্ন নিমন্ত্রিত অাতিথিবৃন্দ। পূণ্যার্থী দায়ক-দায়িকাদের শুভ প্রবারণার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে এই দানময় পুন্যানুষ্ঠানে সবার সবান্ধব উপস্থিতি একান্ত ভাবে কামনা করেছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অান্তর্জাতিক সচিব ও রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক ভদন্ত কে. শ্রী জ্যোতিসেন থের সহ ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, দানোত্তম শুভ কঠিন চীবর উদযাপন পরিষদ।

পাঠকের মতামত

ফের সক্রিয় হতে উখিয়ায় আ.লীগের তৎপরতা রাতে নিষিদ্ধ ছাত্রলীগের লেখা ‘জয় বাংলা’ দিনে মুছে দিল উখিয়া ছাত্রদল

উখিয়ায় ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড উপজেলায় চাঞ্চল্যের জন্ম ...

টেকনাফের বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন গ্রেপ্তার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ নেতা আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল। প্রতিনিধি ...