প্রকাশিত: ২৫/০৮/২০১৭ ১২:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
ফের রাখাইন রাজ্যে পুলিশের সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য ও সাতজন রোহিঙ্গা বিদ্রোহী। শুক্রবার (২৫ আগস্ট) দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিদ্রোহীরা সমন্বিতভাবে ২৪টি পুলিশ চৌকিতে হামলা চালিয়েছিল। এছাড়া তারা আরো একটি সেনা ঘাঁটির নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। রোহিঙ্গা বিদ্রোহীদের গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে।

গত বছরের অক্টোবরে সীমান্ত সংলগ্ন কয়েকটি চৌকিতে হামলা চালিয়ে বিদ্রোহীরা ৯ পুলিশ সদস্যকে হত্যা করেছিল। এর জের ধরে রাখাইন রাজ্যে নির্বিচারে দমন অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। হত্যা, ধর্ষণ বা নির্যাতনের হাত থেকে বাঁচতে ৮৭ হাজারেরও বেশি রোহিঙ্গা দেশ ত্যাগ করে বাংলাদেশে প্রবেশ করে।

বিডি২৪লাইভ/

পাঠকের মতামত

রাখাইনে বিদেশী বিনিয়োগ ব্যবসা ও প্রকল্পের সুরক্ষার ঘোষণা আরাকান আর্মির

মিয়ানমারের রাখাইনে বিদেশী বিনিয়োগ, ব্যবসা ও প্রকল্পের সুরক্ষা দেয়ার ঘোষণা দিয়েছে আরাকান আর্মি। মিয়ানমারের রাখাইনে ...

অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শিশুদের স্কুল ভর্তিতে আপত্তি দিল্লির রাজ্য সরকারের

দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থী ইস্যু নিয়ে বিজেপি ও সেখানকার ক্ষমতাসীন ...

ভারতের সীমান্তঘেঁষা ‘চিন’ রাজ্যের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা

ভারতের মণিপুর রাজ্যের লাগোয়া মিয়ানমারের ‘চিন’ দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী যোদ্ধা। বাংলাদেশের সীমান্তঘেঁষা রাখাইন রাজ্য ...