প্রকাশিত: ২০/০৭/২০১৬ ২:১৪ পিএম

IMG_20160720_141221অর্পন বড়ুয়া/আব্দুল মালেক সিকদার ::
কক্সবাজারের রামুতে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত অর্ধকোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রামু উপজেলার ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কার্যালয়ের সামনে এসব মাদক ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সেক্টর কমান্ডার কর্ণেল মো. তানভীর আলম খান, ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) লে. কর্ণেল শফিউল আজম পারভেজ, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু সাফায়াৎ মুহাম্মদ সাহেদুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহিনুল ইসলাম, ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, কক্সবাজার উপ-অঞ্চল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর। এছাড়াও এতে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুফিজুল আলমসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে’ প্রকাশ্যে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়। এসব মাদকদ্রব্য মধ্যে রয়েছে- ৮০৪ পিচ ইয়াবা, ১০ হাজার পিচ মিয়ানমারের সিপ্রো টাবলেট, ৭৯২ বোতল কান্ট্রি ডাইজিং মদ, ২৮ বোতল হাই কমিশনার মদ, ১২ বোতল সিভাশ রিগ্যাল মদ, ১২ বোতল সিগরাম পিপারস মদ, ৪২৬ বোতল ম্যান্ডেলা রাম মদ, ১ বোতল ব্লাক লেবেল হুইস্কি, ৪৯ ক্যান মিয়ানমার বিয়ার, ৬৬৮ ক্যান মিয়ামমার সুপার স্ট্রং বিয়ার, ৬ বোতল লংজেষ্ট ফ্রেন্ডশীপ বিয়ার, ৪০ বোতল আন্দামান গোল্ড বিয়ার, ৪৫ বোতল বিয়ার, ৪৭ বোতল ফিনিষ্ট কোয়ালিটি চেঞ্জ ক্লাসিক বিয়ার, ৩২২ ক্যান ডায়াব্লোবিয়ার, ১৬৮০ টি বিভিন্ন প্রকার এনার্জি ড্রিংকস, ১৩৪২ লিটার দেশীয় চোলাই মদ, ৬৩ লিটাই বার্মিজ খোলা মদ, ৮২ হাজার ৫শ পিচ ফিস লিভার ওয়েল ও ৫ হাজার ৬শ পিচ প্লাস্টিক ব্যাগ।
এদিকে, ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) লে. কর্ণেল শফিউল আজম পারভেজ সাংবাদিকদের জানিয়েছেন, ২০১৪ সালের ২৩ এপ্রিল থেকে চলতি ২০১৬ ১৭ জুলাই সময়ের মধ্যে বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪৩ লাখ ৯৯ হাজার ১৫০ টাকা হবে বলে জানান তিনি।

 

পাঠকের মতামত

পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেলেন পুলিশ সুপার মো. নাইমুল হক

দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ও সনদ প্রদান ...