প্রকাশিত: ১১/০৮/২০১৭ ৮:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২১ পিএম

অর্পন বড়ুয়া ::
রামু উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের বাসিন্দা ছবি বড়ুয়া। স্বামী দিপংকর বড়ুয়া। এক ছেলে দুই মেয়ে নিয়ে তার সংসার। বিগত ৮ মাস ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন ছবি বড়ুয়া। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেরে উঠতে না পারায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিতে হচ্ছে। ব্যয়বহুল এই চিকিৎসার ভার বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। ইতিমধ্যে যা ছিল তা সব গেছে। অনেকের সহযোগিতাও ছিল।

‘‘ছবি বড়–য়ার’’ এমন দুঃসময়ে তার পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন ত্রিরতœ সংঘ রামু শাখার সদস্যরা। সংগঠনটির মানবিক আবেদনে সাড়া দিয়ে ছবি বড়–য়ার চিকিৎসা সহায়তায় এগিয়ে এলো প্রবাসী বাঙালিরা। বৃহস্পতিবার বিকেলে ইতালী প্রবাসীদের কাছ থেকে পাওয়া ১ লাখ ৩ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে ছবি বড়–য়ার হাতে। প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে বলেও ছবি বড়–য়াকে আশ^স্থ করে ত্রিরতœ সংঘের সদস্যরা। এর বেশ কয়েকদিন আগে ক্যান্সার আক্রান্ত ছবি বড়–য়ার চিকিৎসার জন্য তহবিল গঠন করে তাকে অর্থ সহায়তা প্রদান করে পূর্ব রাজারকুলের তরুণরা। তরুণদের এমন মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে।

ত্রিরতœ সংঘের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদানকালে আমাদের রামুর সম্পাদক প্রজ্ঞানন্দ ভিক্ষু, ইউপি সদস্য লিটন বড়ুয়া, থিয়েটার রামুর সাধারণ সম্পাদক দীপক বড়ুয়া, রামু ছাত্র ইউনিয়নের সভাপতি উম্মেস বড়ুয়া জয়, সদস্য সিপ্ত বড়ুয়া, রামু ত্রিরতœ সংঘের সহ সভাপতি বিজয় বোধি ভিক্ষু, সাধারণ সম্পাদক প্রসিত বড়ুয়া জয়, সহ সাধারণ সম্পাদক রুপনা বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক ইমন বড়ুয়া, সদস্য অক্ষয় বড়ুয়া এবং তন্ময় বড়ুয়া উপস্থিত ছিলেন।

ত্রিরতœ সংঘের সাধারণ সম্পাদক প্রসিত বড়–য়া জানান, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। বিপদের দিনে মানুষ মানুষের পাশে দাঁড়ালে কোন মানুষকে কষ্ট পেতে হবে না। অর্থের অভাবে অসময়ে কেউ মৃত্যুর পথযাত্রী হবে না। প্রবাসীরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সবার সহযোগিতায় ভবিষ্যতেও ত্রিরতœ সংঘ মানুষের পাশে থেকে মানবিকতার কল্যাণে কাজ করে যাবে বলে জানান- প্রসিত বড়–য়া।

পাঠকের মতামত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে দুদকের অভিযান

সেবার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে ...

সৈকতে থেকে ২০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারায় ২০ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পারকি ...