প্রকাশিত: ০৬/০৯/২০১৬ ৯:২৬ পিএম

ramu pic fish 06.09.16 [Max Width 640 Max Height 480]সোয়েব সাঈদ, রামু
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ এলাকায় বাঁকখালী নদীতে একটি বড় মাছ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরের আগ থেকে বিকাল পর্যন্ত ওই মাছটি কাউয়ারখোপ ইউনিয়নের বাঁকখালী নদীর বাদুইজ্জাকুম নামক স্থানে খেলা করছিলো। সারাদিন কয়েক মিনিট পরপর মাছটি দেহের একাংশ পানির উপরে তুলে এনে খেলার করার এ দৃশ্যটি দেখতে নদীর দুপাড়ে ভীড় করে শত শত নারী-পুরুষ।

ওই এলাকার বাসিন্দা কাউয়ারখোপ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার এম আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, কালো রংয়ের মাছটির ওজন প্রায় ৩/৪ মন হতে পারে। এটি উন্নত জাতের মাগুর বা কৈ মাছ বলে এলাকাবাসী ধারনা করেছে।

কয়েকদিনের বৃষ্টিপাতের কারনে বাঁকখালী নদী এখন পানিতে একাকার। তাই কয়েকজন জেলে জাল নিয়ে ওই মাছটি ধরার জন্য গেলেও ভয়ে নামার সাহস পাননি। কারনে হিসেবে জানা গেছে, এক বছর পূর্বে বাঁকখালী নদীর বাদুইজ্জাকুম নামক এ স্থানে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারায় নাফিসা ও নাঈমা নামের দুই মাদরাসা ছাত্রী। ফলে স্থানটি এমনিতেই আতংকের। এরপর স্থানীয় কয়েকজন জেলে মাছটি ধরার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

কাউয়ারখোপ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোস্তাক আহমদ বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, মাছটি সাইজে অনেক বড়। এটি জাল দিয়ে ধরাও কষ্টসাধ্য। তিনি আরো জানান, মাছটি এর আগে লোকজন বাঁকখালী নদীর শিকলঘাট এলাকায় দেখেছিলো। এখন এখানে ঠাঁই নিয়েছে। এটা নিয়ে মানুষের মাঝে কৌতুহল বিরাজ করছে।

এলাকার কয়েকজন প্রবীন ব্যক্তি জানান, বাঁকখালী নদীর ২২ কিলোমিটার এলাকার মধ্যে কাউয়ারখোপ বাদুইজ্জাকুম এলাকাটি হচ্ছে সবচেয়ে গভীর। এ কারনে বিশাল মাছটি নদীর এ গভীর স্থানকে বেচে নিয়েছে বলে তাদের ধারনা।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...