প্রকাশিত: ০৮/১০/২০১৬ ৭:০১ এএম

ramu-pic-ershad-ullah-07-10-16সোয়েব সাঈদ, রামু
রামুর মেধাবি ছাত্র মো. এরশাদ উল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ছয়টায় চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র নিবাসে তার মৃত্যু হয়।
মো. এরশাদ উল্লাহ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের আমতলিয়াপাড়ার মৃত ছাবের আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিটার বিভাগের ১ম বর্ষের ছাত্র। মৃত্যুকালে তিনি মা, ৩ ভাই, ১বোন রেখে যান। মেধাবি ছাত্র মো. এরশাদ উল্লাহর মৃত্যুর খবরে পরিবার-পরিজন, সহপাঠি এবং এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ নেমে আসে।
শুক্রবার এশার নামাজের পর রামু বাইপাস জিন্নুরাইন জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন, বাইপাস জিন্নুরাইন জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুজ্জামান। জানাযার পূর্বে বক্তব্য রাখেন, মাইজপাড়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা গোফরান।

পাঠকের মতামত