সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৮/১২/২০২৩ ১১:৪৬ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাফর আলম ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ২০১৬ সালের বিএনপি মনোনীত টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমানকে দুই উপজেলা বিএনপি অভিযোগের ভিত্তিতে বিএনপির দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কক্সবাজার জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এ সিদ্ধান্ত অনুমোদন করে সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিকী।

গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার হওয়া বিএনপির এই দুই নেতা দলের সিদ্ধান্তকে অমান্য করে নির্বাচনে বিভিন্ন প্রার্থীর সাথে সরাসরি অংশগ্রহণ ও বিএনপির এক দফা আন্দোলনে ব্যাঘাত সৃষ্টি ও দলের সাংগঠনিক সিদ্ধান্ত বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করার অভিযোগের বিষয় উল্লেখ করা হয়।

পাঠকের মতামত