প্রকাশিত: ০২/০১/২০১৭ ৭:৫২ এএম

অাবুল কাশেম সাগর,রামু
কক্সবাজারের রামু উপজেলার অন্যতম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রামু সাত ঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালের অধ্যয়নের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সরকারী পাঠ্যপুস্তক  অানুষ্ঠানিক বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল অালম বলেন, বর্তমান অাওয়ামীলীগ সরকারের অামলে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃেত্বে শিক্ষা খাতে ব্যাপক উন্নতি হয়েছে।তারাই ধারাবাহিকতায় এই অাওয়ামীলীগ সরকারের অামলে সারাদেশে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বছরের শুরুর পূর্বে হতেই সকল স্কুল সমূহে  বিনামূল্যে বই সরবাহ করা হয়েছে এবং অাজ পহেলা জানুয়ারী এর অানুষ্ঠানিক বিতেণের মাধ্যমে তা প্রমাণ হয়েছে। তিনি রামু রামু উপজেলাকে শিক্ষা নগরী হিসেবে প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কক্সবাজার সদর রামু অাসনের সাংসদ অালহাজ্ব সাইমুম সরওয়ার কমলের প্রচেষ্টাকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
গতকাল ( ০১ জানুয়ারী) রবিবার সকাল ১০টায়  সাত ঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে  সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা অাবু তাহের, রামু প্রেস সাংবাদিক অাবুল কাশেম সাগর, সাবেক ইউপি সদস্য মোজাহের অাহমদ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) জাকের উল্লাহ, সহকারী শিক্ষক নাসিমা অাক্তার ও অাক্তার অালমসহ অভিবাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ২০১৭ সালে প্রথম শ্রেনি হতে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের হাতে অভিবাকদের  উপস্থিতে  বিনামূল্যে অানুষ্ঠানিক  বই তুলে দেন  অতিথিরা।

পাঠকের মতামত

ফের সক্রিয় হতে উখিয়ায় আ.লীগের তৎপরতা রাতে নিষিদ্ধ ছাত্রলীগের লেখা ‘জয় বাংলা’ দিনে মুছে দিল উখিয়া ছাত্রদল

উখিয়ায় ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড উপজেলায় চাঞ্চল্যের জন্ম ...

টেকনাফের বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন গ্রেপ্তার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ নেতা আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল। প্রতিনিধি ...