প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ৪:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে তুরস্কের একটি সাহায্য সংস্থা। দুর্গতদের কাছে তারা ২৩ হাজার খাবারের বাক্স সরবরাহ করেছে। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, ছোলা, আটা, লবন এবং চিনি রয়েছে। এসব খাদ্য ঘূর্ণিঝড় দুর্গত প্রায় ১৩ হাজার পরিবারের কাছে তুলে দেয়া হয় বলে জানানো হয়।

মিয়ানমারে ১৯৮২ সালে যে আইন পাস হয়েছে তাতে রোহিঙ্গাদের অস্বীকার করা হয়েছে। এদের অনেকেই প্রজন্মের জন্য মিয়ানমারে বসবাস করে আসছেন। কিন্তু নাগরিকত্ব না পাওয়ায় এই জনগোষ্ঠীর মানুষ তাদের অধিকার থেকে হচ্ছেন বঞ্চিত।

প্রায় সময়েই মিয়ানমার সরকার এই জনগোষ্ঠীর মানুষের উপর দমন পীড়ন চালিয়ে থাকে। ফলে প্রায় সময়েই রোহিঙ্গা মুসলিমেরা সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। তুরস্কের এই সাহায্য সংস্থাটি বিশ্বের বিভিন্ন স্থানে দুর্গত মানুষদের সাহায্য দিয়ে থাকে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, খরা কবলিত সোমালিয়া এবং জাতিগত সংঘাতপূর্ণ মিয়ানমারে সাহায্য দিয়েছে দেশটির অন্যতম বড় এই সাহায্য সংস্থা।

পাঠকের মতামত

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...

পারকি সৈকতে ধরা ২৫ ভাসানচর থেকে পালাচ্ছেন রোহিঙ্গারা!

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে কৌশলে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছেন! প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার বাহানা, ...

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কক্সবাজারে সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থানের শহিদদের নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক কটাক্ষ ও ব্যাঙ্গাত্মক কন্টেন্ট বানিয়ে অপপ্রচার ...