প্রকাশিত: ২০/১১/২০১৬ ১:০৪ পিএম

ডেস্ক রিপোর্ট ::asadu

রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য অস্বস্তিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের ৫৭তম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে বিশেষ প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
বৈঠক প্রসঙ্গে তিনি জানান, ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত তিন লাখ ৮ হাজার অভিযান পরিচালনা করা হয়েছে চোরাচালান দমনে। এ সময়কালে ৯ হাজার ৮শ’ ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। ১২শ’ ৬১ কোটি টাকার মালামাল আটক করা হয়েছে। এছাড়াও ১ হাজার ৪৮৮ জনকে সাজা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, স্থলবন্দরগুলোতে স্ক্যানিং মেশিন চালু করা হবে, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এবং সীমান্তে টহল জোরদার করা হবে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ, বিজিবি’র নব নিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনসহ পুলিশ, আনসার, কোস্টগার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

বাগ্‌দত্তাকে নিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক নিহত

ঢাকার বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল (২৬)। একই মেডিকেল কলেজের ...