প্রকাশিত: ২৩/০৮/২০১৭ ৮:০২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহত্তর চট্টগ্রামকে (চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা) বিশেষ অঞ্চল হিসেবে চিহ্নিত করে এই অঞ্চলে আলাদা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা পর্যায়েও উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

টেকনাফ–কক্সবাজার হয়ে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিন রোহিঙ্গারা নতুন নতুন এলাকায় ঢুকে বসতি গড়ছে। তাই ওই এলাকাকে বিশেষ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে আগামী ২৬ আগস্ট সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা প্রশাসন ও আইন–শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবে ইসি। বৈঠকে চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসাইন আজাদীকে জানান, হালনাগাদ ভোটার তালিকায় রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে, এ জন্য জেলা এবং উপজেলায় উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি রয়েছে। এখন হালনাগাদে রোহিঙ্গা ঠেকাতে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা এবং নগরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। এছাড়া নির্বাচন কমিশন ও প্রশাসনের লোকজন কাজ করছেন। জেলা পর্যায়ে আমাদের উচ্চ পর্যায়ের যে কমিটি রয়েছে, সেটার সদস্য সচিব আমি। ২৬ আগস্টের বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান তিনি। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদও উপস্থিত থাকবেন। জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, হালনাগাদ ভোটার তালিকায় যাতে কোনো উপায়ে রোহিঙ্গারা ভোটার হতে না পারে, সে ব্যাপারে প্রশাসনসহ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, গত ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ১৬ দিনে নগরী ও জেলায় তথ্য সংগ্রহকারীরা ১ লাখ ৫০ হাজার ৫৫১ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন।

টেকনাফ সীমান্তের নাফ নদী পাড়ি দিয়ে উখিয়া, টেকনাফ, কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে শুরু করে সমতল পর্যন্ত রোহিঙ্গারা ছড়িয়ে পড়েছে। অভিযোগ আছে, তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ভোটার হওয়া ছাড়াও পাসপোর্ট করে বিদেশে পাড়ি জমাচ্ছে। প্রতিবারই ভোটার তালিকা হালনাগাদের সময় রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে এ ব্যাপারে নির্বাচন কমিশন থেকে কঠোর নির্দেশনা জারী করা হয়। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকও হয়।

পাঠকের মতামত

অভিভাবকহীন ঘুমধুম ইউনিয়ন পরিষদ

নাইক্ষ্যংছড়ি উপজেলা’র সীমান্তঘেষা ঘুমধুম ইউনিয়ন পরিষদ’র নির্বাচিত জনপ্রতিনিধি’দের মেয়াদ ৫ বছর পূর্ণ হয়েছে গত নভেম্বর ...