প্রকাশিত: ১৯/০৭/২০১৬ ৬:৪১ এএম
buddhas-5-disciplesনিজস্ব প্রতিবেদক::

আজ শুভ আষাঢ়ী পূর্ণিমা। বৌদ্ধদের অন্যতম পুণ্য তিথি এ দিন। এই পূর্ণিমা তিথিতে রাজকুমার সিদ্ধার্থের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ, সারানাথের ঋষি পতন মৃগদাবে পঞ্চবর্গীয় ভিুদের কাছে মহামতি বুদ্ধের ধর্মচক্র প্রবর্তনসূত্র দেশনা হয়েছিল। একই তিথিতে শ্রাবস্তীর গন্ডম্ব বৃক্ষমূলে প্রতিহার্য ঋষি প্রদর্শন, মাতৃদেবীকে ধর্মদেশনার জন্য তুষিতস্বর্গে গমন এবং ভিুদের ত্রৈমাসিক বর্ষাবাস আরম্ভও হয় এ দিন।
এ পূর্ণিমা তিথিতে বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা বিহারে (প্যাগোডা) গিয়ে বুদ্ধকে প্রার্থনার মধ্য দিয়ে শীলে অধিষ্ঠিত হবেন। আজ থেকে তিন মাসব্যাপী বর্ষাবাস পালনের মাধ্যমে প্রতিটি বিহারের বৌদ্ধভিুরা শীলে অধিষ্ঠিত হয়ে একই বিহারে অবস্থান করবেন। বর্ষাবাস শেষে ভিুরা ধর্মপ্রচারে বেরিয়ে পড়বেন। এরপর প্রতিটি বিহারে অনুষ্ঠিত হবে কঠিন চীবর দান।
আষাঢ়ী পূর্ণিমাকে ঘিরে দেশ-বিদেশের প্রতিটি বৌদ্ধবিহার বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকে। মহাসাড়ম্বরে রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহার, উত্তরা বৌদ্ধ মহাবিহার, আশুলিয়া বৌধিজ্ঞান ভাবনা কেন্দ্র, মিরপুর শাক্যমুনি বৌদ্ধবিহার, নারায়ণগঞ্জ বৌদ্ধবিহার, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালী, নওগাঁ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হবে।
এর অংশ হিসেবে রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে ভোর ৫টায় সুত্র পাঠ, বুদ্ধ পূজা ও সমবেত বন্দনা (প্রার্থনা) অনুষ্ঠিত হবে। সকাল ১০ সমবেত বুদ্ধ পূজা, গৃহী উপাসক-উপাসিকা তথা সাধারণ গৃহীরা অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ করবেন। বেলা ৩টায় আষাঢ়ী পূর্ণিমা শীর্ষক আলোচনা সভা, বিদর্শন ভাবনা এবং সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বলন, রাত ৮টায় বৌদ্ধ কীর্তন অনুষ্ঠিত হবে। –

পাঠকের মতামত

টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতিবিরোধী ...

আমাদের সময়ের প্রতিবেদন আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে অধিকাংশ দল

স্থানীয় সরকার সংস্কার কমিশনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা ওঠায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র ...