টেকনাফ উপজেলাধীন সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া ইয়াং স্টার ফুটবল একাদশ “টেকনাফ সদর ৩নং ও ৭নং ওর্য়াড যৌথ মিনি গোলবার ফুটবল টুর্ণামেন্ট-২০১৬”এ অংশগ্রহণ করে ৬-২ গোলের ব্যবধানে বিজয়ী হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় টেকনাফ সদরের কচুবনিয়া মাঠে নোয়াপাড়া ইয়াং স্টার বনাম কুলালপাড়া অল স্টার এই ফুটবল ম্যাচটি শুরু হয়। এতে নোয়াপাড়া ইয়াং স্টারের পক্ষে সর্বোচ্চ ৩টি গোল করে হ্যাটট্রিক করেন দলটির নন্দিত খেলোয়াড় মোহাম্মদ রফিক। দলটির খেলোয়াড় মোহাম্মদ হেলাল ও মোহাম্মদ ইব্রাহিম যথাক্রমে ২টি ও ১টি করে গোল করে। নোয়াপাড়া ইয়াং স্টারের সাফল্যে দলটির টিম ম্যানেজার ও বিশিষ্ট ক্রীড়ামোদী রাশেদুল আলম বলেন, নোয়াপাড়া ইয়াং স্টারের এই বিজয় ধারাবাহিক সাফল্যের একটি অংশ। আশাকরি ভবিষ্যতে খেলোয়াড়গণ নিয়মিত অনুশীলনে অংশগ্রহণ করে দলকে ভবিষ্যতে আরো সমৃদ্ধ করবে। এরপর তিনি দলটির সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
টাইপালং ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত শহিদ ওয়াসিম আকরাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ ইং এর শুভ ...
পাঠকের মতামত