প্রকাশিত: ১৫/০২/২০১৭ ৯:১৪ এএম , আপডেট: ১৫/০২/২০১৭ ১০:৫৭ এএম

নিউজ ডেস্ক :sala
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ভারতের কারাগারে আটক বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদসহ ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সালাহ উদ্দিনসহ ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, আসামিরা মামলার শুরু থেকেই পলাতক থাকায় বিচারক পরোয়ানা জারি করেছেন। আগামী ২ এপ্রিল তাদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য হয়েছে। মামলার অন্যতম আসামি বিএনপি নেতা আমান উল্লাহ আমান গত মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিনের জন্য আদালতে আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।
পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য নেতারা হলেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সোহেল, আজিজুল বারী হেলাল ও সাইফুল ইসলাম নিরব প্রমুখ। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী এলাকার গোলাপবাগ মোড়ে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা লোহার রড ও লাঠি দিয়ে যানবাহন ভাঙচুর করে ও বলাকা পরিবহনের একটি গাড়ি পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়।

পাঠকের মতামত

কেন্দ্রের নির্দেশনায় উখিয়ায় পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের, কয়েকজনকে গ্রেফতার এবং ১০ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করার প্রতিবাদে ...

সংকটে থাকা ইউনিয়ন ও এক্সিম ব্যাংককে ৫৫০ কোটি টাকা তারল্য সুবিধা দিচ্ছে সোনালী ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এরমধ্যে ৪০০ কোটি টাকার ধার পাচ্ছে এক্সিম ব্যাংক; ইউনিয়ন ব্যাংক ...