প্রকাশিত: ১৬/০১/২০১৭ ১০:০১ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশ মিয়ানমার (বিজিপি)র মধ্যে ঘন্টাব্যাপী এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হয়। সোমবার দুপর ১২ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন মৈত্রী ব্রিজে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। উক্ত সৌজন্য স্বাক্ষাতে ১৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ দলের বিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন মাহমুদ চৌধুরী। মিয়ানমার পক্ষে ১৯ সদস্যের নেতৃত্ব দেন পুলিশের বিগেডিয়ার জেনারেল থুরা সান লিন। উক্ত বৈঠকে বাংলাদেশ দলে আরো উপস্থিত ছিলেন বিগেডিয়ার জেনালের খোন্দাকার ফরিদ হাসান, পিবিজিএম, অতিরিক্ত মহাপরিচালক, বিদায় রিজিওন কমান্ডার দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রম, কর্ণেল এম এম আনিসুর রহমান পিএসসি, কর্ণেল মোঃ হাবিবুর রহমান পিএসসি, লে. মোঃ আনোয়ারুল আজিম, লে. কর্ণেল গোলাম মনজুর সিদ্দিকী, লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস , রে. কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ, লে. কর্ণেল নাসির উদ্দিন একরাম, মেজর শাহরিয়ার, মেজর মোঃ আনোয়ার উস সাদাত, সহকারী পরিচালক মোঃ মোসলেম উদ্দিন। উক্ত বৈঠকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ইয়াবা ও মাদক দ্রব্য চোরাচালান, তথ্য আদান প্রদান, নিয়মিত সীমান্তে অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত, যৌথ টহল, বর্ডার লিয়াজো অফিস, বন্ধুত্বপূর্ণ খেলাধুলার আয়োজন করার এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা হয়।

পাঠকের মতামত

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

বাগ্‌দত্তাকে নিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক নিহত

ঢাকার বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল (২৬)। একই মেডিকেল কলেজের ...