প্রকাশিত: ২৩/০৮/২০১৭ ৯:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪১ পিএম

ঢাকা : নারায়ণগঞ্জের জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন এর মেয়ে মায়শা ওয়াজেদ প্রাপ্তিকে (১৭) অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (২৩ আগস্ট) রাত সোয়া ৮টায় তাকে ঢামেকে নিয়ে আসা হয়। এরপর তার পাকস্থলী পরিষ্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

তার বাবা পিপি ওয়াজেদ আলী খান জানান, প্রাপ্তি বিকালের দিকে বাসা থেকে নারায়ণগঞ্জের সদরের ক্লাব এর বিপরীতে একটি কোচিং সেন্টারে যায়। সেখানে কোচিং সেন্টারের সামনে ৩/৪ জন লোক তাকে জোর করে মিস্টি খাওয়ায়। এসময় তারা বলে ” তোমার বাবা তো আমাদের একটি ভাল সংবাদ দিয়েছে। এই নাও মিষ্টি খাও”।

এর কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঢামেকে নিয়ে আসা হয়।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ একেএম তারেক শীর্ষনিউজকে জানান, মেয়েটিকে স্টোমাক ওয়াশ (পাকস্থলী পরিষ্কার) করা হয়েছে। এরপর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনএইচসিআরের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি সোমবার প্রধান উপদেষ্টাকে ফোন করলে ড. ইউনূস বাংলাদেশে আশ্রিত ...

সাবেক এমপি হাজী সেলিম আটক

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (১ ...

বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো ...