প্রকাশিত: ২৭/০৭/২০১৭ ৭:২৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৯ পিএম

নিউজ ডেস্ক::

বাংলাদেশ পুলিশের ৭ ডিআইজি ও ১৩ পুলিশ সুপার পদে রদবদল করা হচ্ছে। বুধবার (২৬ জুলাই) এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডিআইজিদের মধ্যে শফিকুল ইসলামকে আরএমপি থেকে বরিশাল রেঞ্জের ডিআইজি, শেখ মোহাম্মদ মারুফ হাসানকে বরিশাল রেঞ্জ থেকে নৌ পুলিশের ডিআইজি, মো. মনিরুজ্জামানকে নৌ পুলিশ থেকে ডিআইজি পুলিশ অধিদফতরের টিআর পদে, শৈবাল কান্তি চৌধুরীকে ডিআইজি (চলতি দায়িত্বে) ঢাকার এপিবিএন, মাহাবুবুর রহমানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে আরএমপির পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে), ওয়াই এম বেলালুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপিতে এবং আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি থেকে পুলিশ অধিদফতরের ডিআইজি (চলতি দায়িত্বে) বদলি করা হয়েছে।

উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত ১৩ পুলিশ সুপার বদলি সংক্রান্ত আরো একটি আদেশ জা‌রি করা হয়েছে একইদিনে।

বরিশালের পুলিশ সুপার আক্তারুজ্জামানকে পুলিশ সদরদফতরের এআইজি, নওগাঁ জেলার পুলিশ সুপার মো. মোজাম্মেল হককে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে ডিএমপিতে, ডিএমপির উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরাকে হবিগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির ডিসি সাইফুল ইসলামকে বরিশালের পুলিশ সুপার এবং এসপিবিএনের পুলিশ সুপার মো. ইকবাল হোসেনকে নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 

পাঠকের মতামত

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূসকে স্বাগত জানালেন অধ্যাপক দাউদ

মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে রোডম্যাপ চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

মিয়ানমারে টেকসই স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র দেখতে আগ্রহী বাংলাদেশ। প্রতিবেশী দেশটিতে রোহিঙ্গাদের নিরাপত্তা ও ...