উখিয়া নিউজ ডেস্ক::
আগামী অক্টোবরে মিয়ানমার থেকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একটি প্রতিনিধিদল ঢাকায় আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের প্রতিনিধিদল প্রথমবারের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। আমরা আশা করছি, সঙ্কট সমাধানের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গত বছরের ২৫ আগস্টের পর রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযানে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে এখন রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখের বেশি।
এদিকে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।