উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৯/২০২২ ৩:৪১ পিএম , আপডেট: ০৭/০৯/২০২২ ৩:৪৫ পিএম
ফাইল ছবি

চলতি বছরের অক্টোবর মাসে আবারও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেছেন, মিয়ানমারে নতুন করে চলমান সহিংসতার ফলে দেশটির কোনো নাগরিককে বাংলাদেশে প্রবেশের সুযোগ থাকছেনা। যেকোনো পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকানো হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের এনজিও সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. এনামুর রহমান বলেন, মিয়ানমারকে দেয়া তালিকা থেকে তারা ৩৫ হাজার রোহিঙ্গাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সেখানে পরিবারগত সাময়িক কিছু সমস্যা থাকলেও শিগগির তা কাটিয়ে প্রত্যাবাসন শুরু হতে পারে। মিয়ানমার প্রতিনিধিরা আলোচনা শেষে তাদের দাবি মেনে নেয়ার কথাও জানিয়েছেন। যেখানে নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে মিয়ানমার অনেকটা নমনীয়।

সীমান্তের যেকোনো পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব পড়বে না বলেও আশা প্রকাশ করেছন ত্রাণ প্রতিমন্ত্রীর।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজোয়ান হায়াত, হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডা. ওবাইদুর রহমানসহ অন্যরা।

পাঠকের মতামত

মিয়ানমারে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া, রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা

কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের চলমান যুদ্ধের কারণে কারণে বাংলাদেশে টেকনাফ সীমান্তে রাখাইনে আগুনের কুণ্ডলী ও ...

টেকনাফের দুর্গম পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, সেনা অভিযানের দাবিতে স্মারকলিপি

ধারাবাহিক অপহরণের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন কক্সবাজারের টেকনাফের বাহারছড়া, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বাসিন্দারা। এমন ...

সেন্টমার্টিনে খাবার পানি সরবরাহের উদ্যোগ, বর্জ্য থেকে হবে বিদ্যুৎ উৎপাদন

সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিক বোতলের পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বর্জ্য ...