ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১২/২০২৪ ৪:০২ পিএম

আতিকুর রহমান মানিক
ঈদগাঁওর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেছেন, অগ্রসরমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে যেন নাম ভুল না হয়। শুরুতেই জন্ম নিবন্ধন সম্পন্ন করবেন। জন্ম নিবন্ধনের তারিখ আগে – পিছে করে বাল্য বিবাহ সম্পাদন করার প্রয়োজন নেই। সরকারী বিধি মোতাবেক জন্ম নিবন্ধন সম্পন্ন করতে আমরা সচেষ্ট আছি ।

বিজ্ঞাপন

ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম তরান্বিত এবং টিসিবি কার্ড বিতরণ সংক্রান্তে আলোচনা এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহার ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা ও বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান।
জালালাবাদ ইউনিয়ন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, একজন মানুষ পৃথিবীতে আসা ও যাওয়ার লিখিত প্রমাণ হল জন্ম এবং মৃত্যু নিবন্ধন। আরো সব নাগরিক সেবাগুলো আপনারা জনপ্রতিনিধিদের থেকে আদায় করে নেবেন।

ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, জনগনের ভোটে আমরা জনপ্রতিনিধি হয়েছি, তাই জনগনকে সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
যারা প্রকৃত হক্বদার প্রথমে তারাই টিসিবি কার্ড পাবেন। এরপর ক্রমান্বয়ে সবাই টিসিবি কার্ড পাবেন। প্রকৃত জেলেরাই জেলে ভাতা পাবেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজ দ্রুত সম্পন্ন করতে আমরা সচেষ্ট আছি।

যুবনেতা মামুন সিরাজুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জালালাবাদ ইউনিয়ন স্বাস্হ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. তৃণা সাহা, ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম খুরশিদুল জান্নাত, মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দীন প্রমূখ। ইউনিয়নের সহস্রাধিক জনগণ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ৬৩৭ পরিবারের মাঝে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়

পাঠকের মতামত

ফের সক্রিয় হতে উখিয়ায় আ.লীগের তৎপরতা রাতে নিষিদ্ধ ছাত্রলীগের লেখা ‘জয় বাংলা’ দিনে মুছে দিল উখিয়া ছাত্রদল

উখিয়ায় ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড উপজেলায় চাঞ্চল্যের জন্ম ...

টেকনাফের বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন গ্রেপ্তার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ নেতা আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল। প্রতিনিধি ...